Slimfair Bangladesh

ProductsadsR
By -
1 minute read
0


শরীরের ওজন কমান সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই

Order Now

Slimfair গ্রীন কফি কী ??

আপনি নিশ্চয়ই কফি পান করার বিষয়ে দীর্ঘকালযাবত যে স্বাস্থ্য বিতর্ক রয়েছে তা শুনেছেন। আপনার পক্ষে কোনটি ভালো তা নির্ধারণের জন্য গবেষকগণ নিরন্তর গবেষনা করে চলেছেন। এক্ষেত্রে গ্রীন কফি বিন ব্যবহার সম্পর্কেও বিতর্ক রয়েছে। তবে “ডাঃ ওজ শো” তে গ্রীন কফি কে ওজন কমানোর পরিপূরক হিসেবে প্রদর্শনের পর তা রীতিমতো সুপরিচিত হয়ে ওঠে।
গ্রীন কফি র তৈরী হয় আনরোস্টেড কফি বিন থেকে। কফি বিনের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমানে ক্লোরোজেনিক এ্যাসিড। যার অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে এবং ওজন কমাতে সহায়তা করে।
রোস্টিং এর ফলে কফি বিনে ক্লোরোজেনিক এ্যাসিডের মাত্রা হ্রাস পায়।সে কারনেই সাধারণ কফি পান, গ্রীন কফি র মতো ওজন কমানোতে ততটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে না।
গ্রীন কফি র প্রাকৃতিক এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে Slimfair গ্রীন কফি পাউডার।যা নিয়মিত পানে আপনি পাবেন বাড়তি ওজন ঝরিয়ে সুস্থ ও সতেজ শরীর।

Order Now



Slimfair গ্রীন কপি

নির্দেশনা

প্রাতঃরাশের 20 মিনিটের আগে Slimfair গ্রিন কফি দিয়ে আপনার দিন শুরু করুন। প্রয়োজনে আপনি নিজের গ্রিন কফি প্রস্তুত করতে পারেন। এটি সেট আপ করা খুব সহজ। 200 মিলি / 1 কাপ গরম জল বা উষ্ণ জল দিয়ে আপনার এক চতুর্থাংশ Slimfair গ্রিন কফি পাউডার তৈরি করতে হবে। আপনার যদি অ্যাসিডের সমস্যা হয় তবে আপনি প্রাতঃরাশের 15 মিনিটের পরে গ্রিন কফি পান করতে পারেন। সন্ধ্যায়, রাতের খাবারের 2 ঘন্টা আগে। যথারীতি এই গ্রিন কফি নিন। আপনার বিপাকের উপর নির্ভর করে আপনি গ্রিন কফি র পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। শোবার আগে সন্ধ্যায় 2 ঘন্টা কফি পান করুন।

Order Now

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 21, May 2025